ক্লার্ক, MTS, অ্যাসিস্ট্যান্ট: কোন পরীক্ষা ছাড়াই সাহিত্য একাডেমিতে সরাসরি নিয়োগ! বেতন কয়েক লক্ষ পর্যন্ত | Sahitya Academy Recruitment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Sahitya Academy Recruitment
Sahitya Academy Recruitment

Sahitya Academy Recruitment: সম্প্রতি প্রকাশিত সাহিত্য একাডেমির রিক্রুটমেন্ট নোটিফিকেশন চাকরিপ্রার্থীদের মেঘ না চাইতে জলের মত অবস্থা। বেশ কিছু শূন্য পদে দ্রুত নিয়োগ সারতে চায় সাহিত্য একাডেমী, যার জন্য কোন পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের ব্যবস্থা।

ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, এসিস্ট্যান্ট, সহ বেশ কিছু উচ্চতর পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে সাহিত্য একাডেমির তরফ থেকে প্রকাশ করে দেয়া হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই ধরনের চাকরির অপেক্ষায় ছিলেন তারা খুব ভালোভাবে এই পৃষ্ঠা পড়ুন।

সাহিত্য একাডেমী রিক্রুটমেন্ট ২০২৪

গত ৬ জানুয়ারি ২০২৪ সাহিত্য একাডেমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের জন্য বেশ কিছু শূন্য পদে যোগ্য প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে।

আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদনের পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, ও গুরুত্বপূর্ণ বিষয়ে নিম্নলিখিত আলোচনায় মনোযোগ দিন।

Sahitya Academy Vacancy Details 2024: প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী সাহিত্য একাডেমি ২০২৪ এর প্রথমেই সাতটি আলাদা আলাদা পদে একাধিক কর্মী নিয়োগ করবে। পদ গুলি হলো (১) পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট, (২) সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট, (৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, (৪) প্রুফ রিডার, (৫) টেলিফোন অপারেটর, (৬) জুনিয়র ক্লার্ক, (৭) মাল্টি টাস্ক স্কিম স্টাফ (MTS)।

Sahitya Academy Recruitment 2024 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

যেহেতু একাধিক আলাদা আলাদা পদে সাহিত্য একাডেমিতে সরাসরি নিয়োগ হবে তাই আলাদা আলাদা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা প্রয়োজন।

(১) পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সমকক্ষ ডিগ্রী সহ যেকোনো প্রিন্টিং প্রেসে বই প্রিন্ট করার ৫ সালের অভিজ্ঞতার প্রয়োজন। এছাড়াও প্রার্থীর কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে।

(২) সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট:  যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তর ডিগ্রী সহ বই বিক্রি করার অভিজ্ঞতা ও যেকোনো সরকার স্বীকৃত পাবলিশিং হাউসে ৩ সালের কাজ করার অভিজ্ঞতার প্রয়োজন। সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকা প্রয়োজন।

(৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:  স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে এছাড়াও বই পাবলিসি নিয়ে ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন, সঙ্গে কোনো প্রিন্টিং প্রেস এ ৫ বছরের। কাজ করার অভিজ্ঞতার প্রয়োজন। ভারতীয় ভাষায় দক্ষ হওয়ার সাথে সাথে কম্পিউটারে জ্ঞান থাকার প্রয়োজন।

(৪) প্রুফ রিডার: হিন্দি অথবা ইংরেজি বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রী সমেত কম্পিউটারে জ্ঞান, প্রুভ রিড করার ক্ষমতা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাধারণ নলেজ, ও দু বছরের প্রুফ রিডিং এক্সপেরিয়েন্স।

(৫) টেলিফোন অপারেটর:  স্নাতকোত্তর ডিগ্রী  সমেত হিন্দি ও ইংরেজিতে কথা বলার অভিজ্ঞতা ও উন্নত EPABX টেকনোলজি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ভাষায় কোন জড়তা থাকা চলবেনা।

(৬) জুনিয়র ক্লার্ক:  যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদে আবেদন করার যোগ্য। কম্পিউটারে জ্ঞান ও 35 শব্দ প্রতি মিনিট টাইপ করার ক্ষমতা থাকতে হবে।

(৭) মাল্টি টাস্ক স্কিম স্টাফ (MTS):  মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করার যোগ্য। সঙ্গে সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

 আবেদনকারীর বয়সসীমা

সাহিত্য একাডেমী নিয়োগ ২০২৪ এর বিজ্ঞপ্তি অনুসারে আলাদা আলাদা পদে কর্মী নিয়োগে আলাদা আলাদা বয়সসীমার কথা আলোচনা করা হয়েছে যেখানে সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর ও সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের বয়সসীমায় নির্দিষ্ট ছাড় রয়েছে।

আবেদনের পদ্ধতি: সাহিত্য একাডেমি বিভিন্ন পদে নিয়োগের আবেদন অফলাইনে করতে হবে। যার জন্য প্রার্থীকে সাহিত্য একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা ভালোভাবে পূরণ করতে হবে। ও নিজের সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড জেরক্স ফর্ম এর নিচে অ্যাড করে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।

“Application for the post of ________________ /Location Preference ______________” addressed to the Secretary,
Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001

উপরিউক্ত ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করে পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: ৬ জানুয়ারি ২০২৪ থেকে সাহিত্য একাডেমীর বিভিন্ন পদে নিয়োগের ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঁচ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে গিয়ে পৌঁছাতে হবে।

নিয়োগ পদ্ধতি বা চয়ন প্রক্রিয়া: সাহিত্য একাডেমী বিভিন্ন পদে আবেদনকারী প্রার্থীকে নির্বাচন করার পূর্বে দুটি পরীক্ষা ও ইন্টারভিউ পাস করতে হবে। প্রথম পরীক্ষা অবজেক্টিভ টাইপ ও দ্বিতীয় লিখিত পরীক্ষা পরীক্ষা। দুই পরীক্ষায় পাশ করার পর প্রার্থীকে নির্বাচন করার পূর্বে ইন্টারভিউ ও স্কিল টেস্ট পাশ করতে হবে।

চাকরিপ্রার্থীরা প্রত্যেকেই এই পদে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন খুব ভালোভাবে পড়ে নেবেন। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য ভালোভাবে জেনে তবেই আবেদন করুন।

গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিফিকেশনএখানে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইটএখানে দেখুন
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment