PMEGP Loan: সবার একাউন্টে ১০ লক্ষ টাকার লোন ৩.৫ লক্ষ টাকা ছাড়। মোদির এই যোজনায় সুবিধা পাবেন সকলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
PMEGP Loan
PMEGP Loan

PMEGP Loan: ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনার কাছে আধার কার্ড থাকলেই পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে আপনি কেন্দ্র সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকার লোন পাবেন। যার মধ্যে লোন পরিশোধের সময় ৩৫ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র সরকার।

বর্তমান সময়ে বহু যুবক যুবতী শিক্ষিত হয়েও বেকার রয়েছেন, রোজকার করার জন্য তারা ব্যবসার কথা ভাবলেও ব্যবসার জন্য টাকা লাগবে। তাই তারা কোথায় পাবে এত টাকা? সেই কারণে কেন্দ্র সরকার যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রচেষ্টায় আর্থিক সহায়তার জন্য একটি স্কিম শুরু করেন।

বেকার যুবক-যুবতীরা যাতে নিজেরা ব্যবসা করে আয় করতে পারে, সেই জন্য ভারত সরকার এই ঋণের ব্যবস্থা শুরু করেছে। এই ঋণ ব্যবস্থাটিকে একটি যোজনার আওতায় আনা হয়েছে এবং যোজনাটির নাম হল প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, যেটা অনেকেই PMEGP যোজনা নামেও জেনে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য।

কি এই PMEGP যোজনা বা PMEGP লোন?

ভারত সরকারের প্রচলিত এই যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হল ভারতবর্ষের প্রতিটি যুবক-যুবতীরা যারা বেকার রয়েছেন তাদেরকে স্বল্প সুদের হারে ব্যাংক থেকে ঋণ দেওয়ার একটি সুবিধা। যুবক-যুবতীরা যাতে এই লোনের টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করতে পারে তার জন্যই এই যোজনা শুরু করেছে কেন্দ্র সরকার।

এই যোজনায় ঋণ নিলেই প্রতিটি আবেদনকারী লোন পরিশোধ করার সময় ৩৫ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। তবে এই যোজনা বা এই প্রকল্পের সুবিধা নিতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম এবং শর্ত।

PMEGP যোজনাতে আবেদন করার জন্য প্ৰয়োজনীয় যোগ্যতা?

Prime Minister’s Employment Generation Programme বা PMEGP যোজনা তে আবেদন করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে, সেগুলি আমরা নিচে আলোচনা করেছি:

  • এই যোজনায় আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বেকার যুবক হতে হবে এবং বার্ষিক পারিবারিক আই মিনিমাম ৪০ হাজার টাকা হতে হবে।
  • যে সমস্ত আবেদনকারীরা ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার বেশি লোন নিতে চান তাদেরকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে।

PMEGP যোজনা বা PMEGP লোনেতে সুদের হার কত?

এই যোজনা অনুসারে যে সমস্ত ব্যক্তিরা লোন নেবেন তাদেরকে সাধারণত ১১ থেকে ১২ শতাংশ সুদের হারে লোন পরিশোধ করতে হবে এবং এই লোন পরিশোধ করার সময় সাধারণত ৩ বছর থেকে ৭ বছরের মধ্যে।

PMEGP যোজনা বা PMEGP লোনের সুবিধা কি?

এই যোজনা বা এই প্রকল্পের মধ্যে বেকার যুবক-যুবতীরা ২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই প্রকল্পের মধ্যে আপনি যুক্ত হলে কেন্দ্র সরকারের তরফ থেকে ভর্তুকি পাবেন যেটা আপনাকে লোন পরিশোধ করতে সাহায্য করবে।

আবার আপনি যদি গ্রামাঞ্চলে অবস্থান করেন সে ক্ষেত্রে ৩৫ শতাংশ ভর্তুকি পাবেন, যদি শহরাঞ্চলে বসবাস করেন সে ক্ষেত্রে ২৫ শতাংশ ভর্তুকি পাবেন। এই প্রকল্পের মধ্যে শুধুমাত্র তারাই সুবিধা পাবেন, যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন।

PMEGP যোজনা বা PMEGP লোনেতে কিভাবে আবেদন করবেন?

  • আপনাকে এই যোজনার মধ্যে নাম নথিভুক্ত করতে গেলে এবং লোন নিতে গেলে প্রথমত আপনাকে www.my.msme.gov.in বা www.kviconline.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর আপনাকে PMEGP e Portal এতে ক্লিক করতে হবে।
  • সেখানে ক্লিক করার পর আপনাকে ”অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্ডিভিজুয়াল” এর উপর ক্লিক করতে হবে।
  • সেখানে সমস্ত রকম আবেদন পত্র সঠিকভাবে পূরণ করার পর ”সেভ অপ্প্লিকেন্ট ডাটা” তে ক্লিক করতে হবে।
  • পরবর্তী স্টেপে আপনাকে প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে।

PMEGP যোজনাতে আবেদন করার জন্য প্ৰয়োজনীয় নথি

এই যোজনা তে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হল আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে), ব্যবসার বিবরণ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, শহরাঞ্চল বা গ্রামাঞ্চলের বাসস্থানের সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ফটো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment