Free Ration: ভোটের আগে নতুন চমক, নতুন বছর থেকে সকলকে দেওয়া হবে ডবল রেশন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০২৪ এর শুরু থেকেই ভারতের প্রত্যেকটি রেশন কার্ড ধারক ব্যক্তিকে তার পরিমাণে তুলনায় ডাবল রেশন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও রেশন কার্ড ধারী ব্যক্তি আরও অন্যান্য সুবিধা পেতে চলেছেন।

মহামারীর সময় থেকে দেশের প্রত্যেক রেশন কার্ড ধারক কে নানা প্রকল্পের মাধ্যমে চাল ও গম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছিল। গত কয়েক মাস ধরে রেশন ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছিল। তারপর ফের এই বিরাট ঘোষণা।

ডবল রেশন কি কোন যোজনার মাধ্যমে দেওয়া হবে

কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার মাধ্যমে করোনা মহামারী সময় থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভারতবর্ষের প্রত্যেকটি রেশন কার্ড ধারক কে চাল ও গম প্রদান করে আসছিল কিন্তু এই প্রকল্প সরকারি অনুযায়ী 30 সেপ্টেম্বর ২০২৩-এ শেষ হয়ে গিয়েছিল। যার ফলে রেশন কার্ড ধারীরা পুনরায় কম মাত্রায় রেশন পাচ্ছিলেন।

আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পুনরায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো আবার ফের ভারতের ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে চাল গম ও আটার মতো রেশন সামগ্রি পাবেন।

কার্ড অনুযায়ী রেশনের পরিমাণ

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY): এই রেশন কার্ড ধারী ব্যক্তির পরিবার কিছু ২১ কেজি চাল ১৪ কেজি কম ও গমের পরিবর্তে ১৩.৩ কেজি আটা পাবেন।

প্রায়োরিটি হাউজ ওল্ড (PHH): এই রেশন কার্ডধারী গ্রাহকরা মাথাপিছু তিন কেজি করে চাল ও দু কেজি করে গম পাবেন যদি গম না থাকে সেক্ষেত্রে ১.৯ কেজি আটা পাবেন।

খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY 1): এই রেশন কার্ড ধারী ব্যক্তিদের মাথাপিছু দু কেজি করে চাল ও তিন কেজি করে গম দেওয়া হবে। গম সরবরাহ না থাকলে সমপরিমাণ চাল দেওয়া হবে।

খাদ্য সুরক্ষায় যোজনা ২ (RKSY 2): এই রেশন কার্ড ধারী প্রতিটি গ্রাহক মাথাপিছু এক কেজি করে চাল ও এক কেজি করে গম পাবেন গম সরবরাহ না থাকলে গমের পরিবর্তে সমপরিমাণ চাল পাবেন।

কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে পরিচালিত কয়েকটি অতিরিক্ত রেশন প্যাকেজ আগামী সময় পর্যন্ত লাগু থাকবে যেমন সিঙ্গুর প্যাকেজ যেখানে প্রতি রেশন কার্ড ধারী ব্যক্তিরা মাথাপিছু ১৬ কেজি করে চাল পাবেন।

আইলা প্যাকেজের অন্তর্গত প্রত্যেকটি রেশন কার্ড ধারী মাথাপিছু ১৬ কেজি করে চাল পাবেন, টোটো প্যাকেজের অন্তর্গত মাথাপিছু আট কেজি চাল ও তিন কেজি কম পাবেন।

চা বাগান প্যাকেজ, পাহাড়ি প্যাকেজ, ও জঙ্গলমহল প্যাকেজ এ সমস্ত প্যাকেজ গুলিতে অতিরিক্ত রেশন দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment