AIESL Recruitment: কেন্দ্রীয় সংস্থায় ২০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) এর তরফ থেকে AIESL Recruitment 2024 Notification জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী খুব শীঘ্রই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজ়ার সহ বেশ কয়েকটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। সময় খুব কম, তাই যোগ্য প্রার্থীরা তাড়াতাড়ি দেখেনিন অফিসিয়াল নোটিফিকেশন এবং ডাউনলোড করুন আবেদন পত্র।

ভ্যাকেন্সি ডিটেলস: এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যে সকল শূন্য পদের কথা আলোচনা করা হয়েছে সেগুলি হল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ইঞ্জিনিয়ারিং সহ আরো অতিরিক্ত বেশ কিছু শূন্য পদ। তাই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা খুব শীঘ্রই এই নিয়োগ পত্রের জন্য আবেদন করুন।

আবেদনকারীর যোগ্যতা: অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী বিভিন্ন শূন্য পদের ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য আবেদনকারীর অবশ্যই গ্রাডুয়েশন ডিগ্রী থাকতে হবে এবং কম্পিউটার অপ্প্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা: আলোচিত শূন্য পদগুলিতে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছরের কম হতে হবে ১ম জানুয়ারি ২০২৪ এর মধ্যে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সসীমায় ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি: চাকরি প্রার্থীদের শূন্য পদগুলিতে নিয়োগের পূর্বে তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের স্কিল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। স্কিল টেস্ট পরীক্ষায় যারা পাস করবেন তাদের প্রি-এমপ্লয়মেন্ট মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের পর তিন ধাপের ফলাফল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী নির্বাচন হবে।

আবেদন পদ্ধতি: এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) এর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ও অন্যান্য পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে, কিন্তু একটু অন্য পদ্ধতিতে সম্পন্ন হবে।

আবেদন করার জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড এরপর আপলোড করে নির্দিষ্ট ইমেইল এড্রেসে (careers@aiesl.in) পাঠিয়ে দিতে হবে।

আবেদন ফি: আলোচিত শূন্য পদ গুলিতে আবেদন করার জন্য General, EWS এবং OBC আবেদনকারীদের ১০০০ টাকা করে আবেদন ফী লাগবে। আবেদন ফি জমা দেওয়ার জন্য RTGS/ NEFT এর মাধ্যমে নির্দিষ্ট ব্যাংক ডিটেলসে পাঠিয়ে দিতে হবে। ব্যাংক ডিটেলসের ঠিকানা নিচে আলোচনা করা হয়েছে।

ব্যাংক ডিটেলসে: “AI Engineering Services Limited” Bank Name: STATE BANK OF INDIA A/C No: 41102631800 IFSC: SBIN0000691 Branch: New Delhi Main Branch, 11, Parliament Street, New Delhi-110001

চাকরিপ্রার্থীরা প্রত্যেকেই এই পদে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন খুব ভালোভাবে পড়ে নেবেন। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য ভালোভাবে জেনে তবেই আবেদন করুন।

অফিসিয়াল নোটিফিকেশন এবং এপ্লিকেশন ফর্ম এর জন্য এখানে দেখুন – Click Here

আবেদনের জন্য এখানে দেখুন – Click Here

অফিসিয়াল ওয়েবসাইটের জন্য এখানে দেখুন – Click Here

চাকরি সম্পর্কিত আপডেট সবার আগে পেতে আমাদের WhatsApp গ্রুপ জয়েন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment